No menu items!

English

29.4 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
No menu items!
- Advertisement -

গাজীপুরে ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত, আহত ৬

- Advertisements -

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাকচাপায় এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় বিজিবি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) ভোর সাড়ে ৬টার দিকে রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য শাহিদুর রহমান (৩৮) সাতক্ষীরার তালা থানার শাহাজাদপুর গ্রামের দেলবর ফকিরের ছেলে।

এ ঘটনায় নায়েক মো. জহির , নায়েক শেখ রিয়াজুল, ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ, ল্যান্স নায়েক ফয়সাল, ল্যান্স নায়েক মেহেদী ও সিপাহী সংগ্রাম আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিইটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজেন্দ্রপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক সাহিদুর রহমান নিহত হন এবং ছয় বিজিবি সদস্য আহত হন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় ট্রাকচালক মোহাম্মদ ইয়াসিন (৩০) এবং তার সহকারী আলীকে আটক করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/znms
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন