English

32.1 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

গাড়িচাপায় গুরুতর আহত জাপার প্রেসিডিয়াম সদস্য লোটন

- Advertisements -

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য বনানীর উদ্দেশ্যে বাসা থেকে যাবার পথে অজ্ঞাত গাড়িচাপায় গুরুতর আহত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর সিকদার লোটন।

বর্তমানে তিনি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সিসিইউতে ভর্তি আছেন বলে জানা গেছে।

লোটনকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ নভেম্বর) রাতে লোটনের ছোট ভাই জগনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস জাহাঙ্গীর শিকদার এ অভিযোগ করেন।

তিনি জানান, বাসা থেকে রওনা দিলে মগবাজার ফ্লাইওভারে ওঠার একটু আগে হঠাৎ পেছন থেকে আলমগীর সিকদার লোটনের মোটরসাইকেলকে লক্ষ্য করে সজোরে ধাক্কা দেয় একটি গাড়ি।

এতে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা লোটন রাস্তায় পড়ে যান। পথচারীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার শারীরিক অবস্থা পরীক্ষা করে সিসিইউতে ভর্তি করার পরামর্শ দেন।

জাহাঙ্গীর সিকদার জোটন আরও জানান, কে বা কারা শত্রুতা করে এ জঘন্যতম কাজ করেছেন। প্রশাসনকে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার দাবি জানাই। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dmuf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন