ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় রনি মিয়া (১৭) ও আশিক মিয়া (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার পাইভাকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি ঈশ্বরগঞ্জ পৌর সদরের ধামদী গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং আশিক প্রতিবেশী আবুল হাসেমের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় ঘটনাস্থলেই মারা যায় চালক রনি। পরে সেখান থেকে আশিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেহজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল রনি। ঘটনাস্থলে সে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় দুজনের মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rx7p