চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ‘যাত্রীবাহী মাইক্রোবাসটি পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে মাইক্রোবাসের অন্তত ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।’
জানা গেছে, মাইক্রোবাসে থাকা যাত্রীরা হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে চট্টগ্রামে যাচ্ছিলেন।
এদিকে আল্লামা শফীর জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের ৪ উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর হাটহাজারী মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মাদরাসা প্রাঙ্গণের কবরস্থানেই তাকে দাফন করা হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/58vj
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন