চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফটিকছড়ির চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম ও অপর মোটরসাইকেলের আরোহী হাফিজ উদ্দিন।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে মানিকছড়ি উপজেলা দিক থেকে আসা এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল্লাহ আল নোমানের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মানিকছড়ি থানার এসআই সাইফুল ইসলাম ও অপর মোটরসাইকেল আরোহী হাফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান ও আরও একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ রফিক জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
