খুলনার জিরো পয়েন্ট এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা খেজুরের রস সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকের চাপায় নিহতদের চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নতুন একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিলেন তারা। খুলনা থেকে সাতক্ষীরাগামী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থানেই মৃত্যু হয় দুজনের।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থানেই দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা জানান, সিকদার পেট্রোল পাম্পের পশ্চিমে সাতক্ষীরা লাইন কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন বাবা-ছেলে হতে পারেন। তাদের সঙ্গে খেজুরের রসের বোতল ছিল।