English

28 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

- Advertisements -

জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪২) নামে একজন নিহত হয়েছেন।  একই দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।

রোববার রাত ১২টার দিকে জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুর মিশন মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

পেশায় অটোরিকশাচালক নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে।

আহতরা হলেন, শামীম হোসেন (৪৭), তার স্ত্রী মিনু খাতুন (৪১), মাসুদ রানা (৪৯), নাজনীন খাতুন (২১) ও তার মেয়ে নিহা খাতুন(২)। তাদের বাড়ি সদর উপজেলার ভাদসা জলিল পাড়া ও চককামাল গোপালপুর গ্রামে। আহত সবাই অটোরিকশা যাত্রী ছিলেন বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত যাত্রীবাহী একটি অটোরিকশা শহরের খঞ্জনপুর এলাকা থেকে সদর উপজেলার ভাদসা বাজারের দিকে যাচ্ছিল।

আর ট্রাকটি দূর্গাদহ বাজার থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিল। যান দুটি খঞ্জনপুর মিশন মোড়ে পৌঁছালে ট্রাক্টর, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক ইদ্রিস। আহত হয় অটোরিকশায় থাকা যাত্রীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মী এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শামীম ও মিনুর অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uttl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন