রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় সজীব ও মিরাজ নামের ২ জন মোটরসাইকেল আরোহীনিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে পাংশা ফ্লিলিং স্টেশনের পাশে পশ্চিম কুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাম্পের দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিল তারা। এসময় অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।
এদিকে গুরুতর আহত অবস্থায় মিরাজকে পাংশা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত মিরাজ কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও সজীব একই গ্রামের সাঈদুল ইসলামের ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। তবে এটা হাইওয়ে থানা পুলিশ দেখছে।’
