English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

ট্রাক কেড়ে নিল অটোযাত্রীর প্রাণ

- Advertisements -

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কে প্রাণ যায় রহিম আলী (৫০) নামে এক গাছ কাটা শ্রমিকের। নিহত রহিম আলী উপজেলার কলম পুন্ডরীর গ্রামের মৃত উপেন আলীর ছেলে।

জানা যায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে গাছ কাটার উদ্দেশ্যে ৫জন শ্রমিক অটোভ্যান যোগে চৌগ্রামে রওনা হয়। সাড়ে ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রীজ এলাকায় অটোভ্যান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রহিম আলী। এসময় আরও চারজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মো. বিদ্যুত আলী নামের একজনকে রামেকে স্থানান্তর করা হয়েছে।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন নিহত হয়েছেন, আহত অপর চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/x3vm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন