দেশের এই ক্রান্তিলগ্নে যানজট নিরসনে ও ফুটপাত দখলমুক্ত রাখতে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।
আজ শুক্রবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় নিসচা কমলগঞ্জ শাখার-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম নেতৃত্বে দিনব্যাপী কমলগঞ্জে আদমপুর বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এ সময় উক্ত কার্যক্রমে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাব্বির এলাহি, উপজেলা কার্যকরী সদস্য মোঃ সালাউদ্দিন, আবিদুর রহমান, সহ অন্য সদস্য বৃন্দ।
এসময় তারা যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করেন এবং ফুটপাতে অবৈধ ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ করার আহবান জানান ও সকল পথচারীদেরকে ফুটপাত ব্যবহার করার জন্য অনুরোধ জানান।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম বলেন দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা কেন্দ্রীয়কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের ১২০ শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় নিসচা কমলগঞ্জ শাখা কাজ করে যাচ্ছে। এই কাজ অব্যাহত থাকবে। এসময় তিনি নতুন বাংলাদেশ বির্নিমানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।