গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচি (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
কৃষ্ণ বাগচী জেলা শহরের গেটপাড়া এলাকার শরৎ বাগচীর ছেলে। তিনি রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন।
রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন প্রতিবন্ধী যুবক কৃষ্ণ। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে যাননি। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ ঘটনাস্থলে মারা যান।
তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রেল লাইনের উপর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।