English

31.3 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

ড্রাইভিং শিখতে গিয়ে চায়ের দোকানে পিকাআপ, নিহত ১

- Advertisements -

মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রক্টর চায়ের দোকানে ঢুকে গেলে পিকআপের ধাক্কায় জায়ফর মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের আমতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় চিতলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহিদ মিয়া ড্রাইভিং শিখতে গিয়ে নিজের পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের একটি চায়ের দোকানে ঢুকে যায়। তখন সেখানে বসে থাকা চিৎলিয়া গ্রামের জায়ফর মিয়া (৭৫) নামে বৃদ্ধ ধাক্কায় নিহত হন এবং একই গ্রামের সামছু মিয়া (৩৩), আলাল মিয়া (২৩), জুমন মিয়া (৪০) ও শাহাজান মিয়াসহ (২০) মোট ৯ জন আহত হন। আহতদের দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে পাঁচজনকে ভর্তি করা হয়। বাকী চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর ড্রাইভিংয়ে থাকা গাড়ির মালিক শাহিদ মিয়া পালিয়ে যান। সে একই গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jlib
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন