আলমগীর হোসেন,দাউদকান্দি: দাউদকান্দিতে এক পথচারী মহিলাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহীদনগরে ঢাকাগামী একটি মোটরসাইকেল যাচ্ছিল। এসময় এক পথচারী মহিলা রাস্তা পারাপারের জন্য হঠাৎ মোটরসাইকেলের সামনে এসে পড়ে।
এসময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে এসে পড়ে। দূর্ঘটনায় চালক
মোটরসাইকেল চালক সাকিব(২৮) এবং পথচারী মহিলা হেলেনা( ৫৫) গুরতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। তিনি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার নয়া দিঘীর পাড় গ্রামের মোঃ হাবিব এর ছেলে।
পথচারী হেলেনা (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খাঁন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।