English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- Advertisement -

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

- Advertisements -

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজা সংলগ্ন দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (০৩ নভেম্বর) রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজার দক্ষিণপাশে সার্ভিস এরিয়ার ২ এর দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মুসলিম ঢালীর এলাকার দাদন ঢালীর ছেলে আরমান (১৮), আলীম মাতবরের ছেলে ক্ষিদির (২০),মোমেন আলি ফরাজী কান্দির রুবেল ফরাজীর ছেলে নাবিল (১৭), ইসকান্দার মাতবরের ছেলে সায়েম (২০)।

পদ্মা সেতুর দক্ষিণ থানা সুত্রে জানাযায়, টোলপ্লাজার দক্ষিণপাশে দুইটি মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে হলে চারজনের মধ্যে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় দু’জন। দু’জনকে গুরুত্বর আহত অবস্থায় শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সে দু’জনও হাসপাতলে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দু’জন মারা যায়। হাসপাতালে নেওয়া হলে আরও দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ এখনও থানায় কোনো অভিযোগ করেনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন