English

29.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
- Advertisement -

নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় নিহত এক, আহত পাঁচ

- Advertisements -

আব্দুল গফুর, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় একজন নিহত ও অটোরিকশা চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথমের মাথায় এ দুর্ঘটনা ঘটে। এতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেবনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে শামছুল হক (৭০) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই দুইপা ভেঙে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু ঘটে।

এ ঘটনায় গুরুতরভাবে আহতরা হলেন, অটোরিকশার যাত্রী নওগাঁ জেলার আত্রাই উপজেলার দেবনগর গ্রামের শামছুল হকের ছেলে শাহানুর (৫৫), একই গ্রামের মাহফুজার রহমানের ছেলে মোখলেছুর রহমান (৬২) এবং তার দুই মেয়ে সুমাইয়া খাতুন (২৫), ববি খাতুন ( ৪০) ও শামছুল হকের স্ত্রী (তার নাম নিশ্চিত জানা যায়নি তবে বয়স আনুমানিক ৬০ বছর হবে)।

প্রাপ্ত তথ্য ও স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়া থেকে অটোরিকশা যোগে বাড়ির দিকে ফিরছিলেন তারা। বগুড়া নাটোর মহাসড়কের কুন্দারহাট পার হয়ে কাথম-কালীগঞ্জ সড়কে ঢুকতে গেলে রাজশাহী থেকে বগুড়াগামী একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শামছুল হকের মৃত্যু হয়।

এ বিষয়ে কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শামছুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আর পাঁচজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nnp2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন