English

29 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩
- Advertisement -

নীলফামারীতে নসিমনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত

- Advertisements -

নীলফামারীর ডোমারে নসিমনের ধাক্কায় রুমন ইসলাম (২২) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisements

রুমন ইসলাম উপজেলার পশ্চিম চিকনমাটি আরডিআরএস এলাকার বুলেট ইসলামের ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

Advertisements

আহতরা হলেন, উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬), একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম (২১)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নীলফামারী থেকে তিন যুবক মোটরসাইকেলে ডোমারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার সময় নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে ধাক্কা লাগলে তিনজন ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন