English

28 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
- Advertisement -

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মাদ্রাসাছাত্রের

- Advertisements -

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়াগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেশকারহাট সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

নিহতরা হলেন গাজী মো. আশকার (১০) চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। সম্পর্কে তারা মামা-ভাগ্নে।

স্বজনদের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সকালে ভাই আশকার ও ভাতিজা মিনহাজুল ইসলামকে মোটরসাইকেলে পৌঁছে দিতে বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের দারুল আক্রাম মাদ্রাসায় যাচ্ছিলেন মনিরুজ্জামান কোরাইশি ইফাস (২৩)।

সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকারহাট রাস্তার মাথা পাকা সড়কে পৌঁছলে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদেরকে চাপা দেয়।

Advertisements

এতে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয় এবং আহত হয়েছেন মোটরসাইকেলচালক মো. মনিরুজ্জামান।

তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন এর  চালক।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন