English

30.4 C
Dhaka
বুধবার, অক্টোবর ১, ২০২৫
- Advertisement -

পিকআপ চাপায় মা-মেয়ের মৃত্যু

- Advertisements -

বগুড়ার আদমদীঘিতে পিকআপচাপায় স্কুটি আরোহী মা ও শিশুকন্যার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুটির বাবা স্কুটিচালক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কুরআন বিষয়ক শিক্ষক নাজিরা আকতার মিম (২৭) ও তার দুই বছর বয়সি শিশুকন্যা নাফিজা আকতার। আহত হয়েছেন- নিহত শিক্ষক মিমের স্বামী একই এলাকার একটি মসজিদের ইমাম রমজান আলী তোতা। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পশুখাদ্যবোঝাই একটি পিকআপ মঙ্গলবার দুপুরে বগুড়ার দিকে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পিকআপটি উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের পাইকপাড়া মোড়ে পৌঁছে। এ সময় একটি স্কুটিতে রমজান আলী তোতা তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পিকআপটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা দেয়। এতে চাপা পড়েন তোতার স্ত্রী মিম ও মেয়ে নাজিফা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মা মিম ও মেয়ে নাজিফাকে মৃত ঘোষণা করেন। পরে আহত ইমাম রমজান আলী তোতাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, মা ও মেয়ের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিকআপ, একটি চার্জারচালিত অটোরিকশা ও স্কুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q8ql
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন