পিরোজপুরের ভান্ডারিয়ার বঙ্গবন্ধু সড়কের বাইপাস মোড়ে একটি আটোরিকশা ও একটি ইটবহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ওই দিনমজুরের নাম হাবীর মীর (৬১)। তিনি ইন্দুরকানী উপজেলার ওয়াহাব মীরের ছেলে।
আজ রবিবার দুপুরে ভান্ডারিয়ায় বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের আরো ৯ যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত ছয়জনকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হচ্ছেন, নদমুলা গ্রামের মানিক খান এর ছেলে দর্জি কামরুল খান (৫০), তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫), মেয়ে স্কুলছাত্রী ফারজানা ইয়াসমীন মীম (১৫), পশারিবুনিয়া গ্রামের মিল্টন হাওলাদারের স্ত্রী মিনতী হাওলাদার (৩৫) তার দুই মেয়ে কুষ্ণা (১৩) ও কথা (৭)। এ ছাড়া খুলানার আবুল কাসেমের স্ত্রী মমতাজ বেগম (৪০), ইন্দুরকানীর মোশারফ হাওলাদারের ছেলে আব্দুল জলিল (৪০) ও রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের মানিককে (৩৩) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।