ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বাস আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে সড়কেই উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বগাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, নিহত ৩ জনের ২ জন মহিলা ও একজন পুরুষ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tijq