বঙ্গবন্ধু সেতুর পিলারে ধাক্কা লেগে বালু বোঝাই বাল্কহেড ডুবে যমুনা নদীতে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি মোসাদ্দেক হোসেন নিশ্চিত করেন।
নিখোঁজ শ্রমিক আবুল শিকদার মানিকগঞ্জের গ্রাবনিয়া গ্রামের রহিম সিকদারের ছেলে।
ওসি জানান, বাল্কহেডটি সিরাজগঞ্জ সদরের বালুমহাল থেকে বালুবোঝাই দিকে মানিকগঞ্জে যাচ্ছিল।
নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর নদীতে ডুবে যায়। এ সময় ৩ শ্রমিক সাঁতরে তীরে উঠলেও একজন শ্রমিক নদীতে নিখোঁজ রয়েছেন। বিষয়টি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে। তবে তারা রাত সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন বা নদীতে উদ্ধার অভিযানে কোন উদ্যোগ নেয়নি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d4jl