সাতকানিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরের চান্দগাঁও থানার বাদামতল এলাকার নাজিম উদ্দিন লিটনের ছেলে মো. রাফি চৌধুরী (১৯) ও মো. বাবুলের ছেলে মো. বাপ্পি (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাফি ও বাপ্পি অন্য বন্ধুরদের সঙ্গে মোটরসাইকেলযোগে বান্দরবানে যাচ্ছিলেন।
তারা দুইজনে একই মোটরসাইকেলে ছিলেন। পথে মৌলভীর দোকান পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত দুইজনকে তাদের সঙ্গে থাকা বন্ধুরা রাফিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে তাদের মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকে মোটরসাইকেল ধাক্কার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।