চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার পদে কর্মরত জয় চৌধুরী (২৯) এবং তার সঙ্গে থাকা অন্তু তালুকদার (২২)।
জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানের বাজার করার উদ্দেশ্যে তারা দুজন একসঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হন। পথে দুর্ঘটনার শিকার হয়ে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুল আলম আশিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।