English

26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

- Advertisements -

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুই জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকার আহত বাসন্তী (৫০) ও সূর্যের স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিল। পথে বাঘিল এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ‘একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h7gg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন