English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৬, বাসে আগুন

- Advertisements -

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পৌরসভার কাজিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, ফুলপুর থেকে ছেড়ে যাওয়া একটি মাহিন্দ্রা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দি এলাকায় পৌঁছলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত কয়েকজনকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি দল।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6vob
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন