বিয়ের মাত্র ১৫ দিন হয়েছে। এখনও হাতের মেহেদীর রঙ মোছেনি। এরই মধ্যে ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সকালে পাবনা শহরের অদূরে টেবুনিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের তসলিম উদ্দিন প্রামানিকের ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে টেবুনিয়া রেলস্টেশনের কাছে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন রাসেল। এক সময় তিনি রেললাইনে উঠে পড়েন। এরই মধ্যে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী যাত্রীবাহী আন্তনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন চলে আসে। ট্রেনচালক বারবার হুইসেল দিলেও রাসেল অন্যমনস্ক থাকায় তিনি ট্রেনের নিচে পড়েন। এতে তার দেহ মুহূর্তেই দ্বিখণ্ডিত হয়ে যায়।
নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে রাসেল বিয়ে করেছেন। তার শ্বশুরবাড়ি পাবনা সদর উপজেলার মালিগাছায়।
ওসি গোপাল কুমার জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুরে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rqkq
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন