ভালুকায় ট্রাক চাপায় মোহাম্মদ নজরুল ইসলাম (২৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায়। নিহত নজরুল ইসলাম পার্শ্ববর্তী গফরগাঁও পৌরসভার শিলাসি এলাকার মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম রাস্তার সড়ক বিভাজক পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত এক ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্র অনুসারে তার পরিচয় সনাক্ত করা হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/2nsb
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন