English

35 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪
- Advertisement -

ময়মনসিংহের গফরগাঁওয়ে অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে ইটবোঝাই লরি, প্রাণ গেল শিশুর

- Advertisements -

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইটবোঝাই লরিচাপায় আমিরুল ইসলাম (৭) নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাড় বাড়িয়া ইউনিয়নের চারিপাড়া-চিতাশাল-শিবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

Advertisements

ঘটনার পর এলাকাবাসী এগিয়ে এলে অপ্রাপ্ত বয়স্ক লড়ি চালক লরি ফেলে পালিয়ে যায়। গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আমিরুল ইসলাম উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের সিএনজি চালক আইজ উদ্দিনের ছেলে। সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও হাফেজি মাদরাসায় আরবি পড়তো।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার বারবাড়িয়া চারিপাড়া গ্রামের বাড়ি সংলগ্ন চিতাশাল-শিবগঞ্জ সড়কের পাশে খেলনা সাইকেল নিয়ে আমিরুল দাঁড়িয়ে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে চারিপাড়ার দিক থেকে অপ্রাপ্ত বয়স্ক এক চালক ইটবোঝাই লরি নিয়ে যাওয়ার সময় লরির পেছনের চাকায় আমিরুলকে চাপা দেয়।

এতে আমিরুল গুরুতর আহত হয়। এ সময় ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে চালক লরিটি মসজিদের সামনে রেখে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় আমিরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Advertisements

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, খুবই দুঃখ জনক ও হৃদয় বিদারক ঘটনা।

গফরগাঁও থানার এসআই মুনজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক লরিটি থানা হেফাজতে আনার ব্যবস্থা কর হচ্ছে। নিহতের পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন