রাজধানীর বাড্ডায় সকাল সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় আব্দুর হালিম পাটুয়ারী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বাড়ি চাঁদপুর কচুয়া উপজেলার সাদিপুর গ্রামের। তিন সন্তানসহ পরিবার নিয়ে মধ্য বাড্ডা হাজী বাড়ি মোড় এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bxx4