বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে চিরিঙ্গা-লামা-আলীকদম সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, পোল্ট্রি খাদ্যসামগ্রী বহনকারী ট্রাকটি কক্সবাজার থেকে লামায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ট্রাকচালককে উদ্ধার করে। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার বাসিন্দা।
