কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের ধাক্কায় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই আওয়ামী লীগ নেতার নাম আবদুল মমিন (৫৭)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং শিকারপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, ব্যায়াম করতে বের হয়ে ট্রেনের ধাক্কায় আবদুল মমিনের মৃত্যু হয়েছে। আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারালাম। তার এমন মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ শোকাহত। ঘটনার পর স্থানীয়রা মরদেহ নিয়ে চলে গেছেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, আমি বিষয়টি শুনেছি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/k9u6