সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার জামতৈল রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাজীপুরা গ্রামের মৃত আয়নাল হক মুন্সির ছেলে আব্দুল মান্নান ও তার নাতি জুনায়েদ হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামে এক আত্মীয়ের কুলখানিতে যাওয়ার জন্য নাতি জুনায়েদকে নিয়ে বাড়ি থেকে বের হন বৃদ্ধ আব্দুল মান্নান। তারা ওভারব্রিজ ব্যবহার না করে জামতৈল রেলওয়ে স্টেশন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।