English

26.8 C
Dhaka
বুধবার, জুলাই ১৬, ২০২৫
- Advertisement -

সিলেটে জৈন্তাপুরে নিয়ন্ত্রণহীন ট্রাক খালে, চালক-হেলপার নিহত

- Advertisements -

সিলেটের জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার ১৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ট্রালচালক জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার এবাদুর রহমান ও হেলপার গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান , ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়তে পারে, এমন ধারনা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সিলেটের উপ সহকারি পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোও হয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1g9e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন