ভালুকায় গাড়ি চাপায় অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের ওয়াবদা এলাকায়।
ভালুকা হাইওয়ে ফাড়ির ইনচার্জ মো. মশিউর রহমান জানান, গাড়ি চাপায় অজ্ঞাত নারী (৩০) নিহত হয়। পরে পিছন থেকে আরেকটি গাড়ি চাপা দিলে ওই নারীর মাথা ও মুখ একদম থেতলে যায়। যার ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছেনা।
ওই নারীর আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।