হবিগঞ্জে বাবার গাড়ি চাপায় এক শিশু মারা গেছে। নিহত ওমর ফারুক (১৪ মাস) সদর উপজেলার শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে আলমগীর মিয়া বাড়ির উঠনে নিজের মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে এসে পরে ওমর ফারুক। তখন গাড়ির চাপায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মিথুন রায় ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছার পূর্বেই সে মারা যায়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/m93j
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন