মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা এলাকায় ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্স উল্টে খাদে পড়ে মামা-ভাগিনার মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ অক্টোবর) ভোরের দিকে মিতরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ইমরান শিকদার।
নিহত দুইজন হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার শাহিন প্রামানিক ও তার ভাগিনা রফিক খান। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান ইমরান শিকদার বলেন, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগীসহ মোট সাতজন যাত্রী ছিল।
তাদের মধ্যে পাঁচজন বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়ে খাদের পানিতে ডুবে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tw3g
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন