English

26.1 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু, ২ বন্ধু আটক

- Advertisements -

মাদারীপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় সিহাব ও মামুন নামে দুজনকে আটক করেছে পুলিশ। সিহাব নিহত আয়শার পূর্ব পরিচিত ও কলেজ বন্ধু।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকালে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজবাড়ি থেকে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা। মাঝপথে সিহাব ও মামুন ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে আসলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়।  পরে আয়শার লাশ নিয়ে আসা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে সদর মডেল থানা পুলিশ। বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুই ইজিবাইক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেলে বিষয়টি ক্লিয়ার হওয়া যাবে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r7ew
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন