English

36 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

ঈদে পঙ্গু হাসপাতালে ৩২১ মোটরসাইকেল আরোহী

- Advertisements -

ঈদের দুইদিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ মোটরসাইকেল আরোহী।

Advertisements

রোববার (২৩ এপ্রিল) দুপুরে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতালে হঠাৎ রোগীর চাপ অনেক বেড়েছে। দুর্ঘটনায় হাত-পা ভেঙে অনেকেই হাসপাতালের জরুরি বিভাগে কাতরাচ্ছেন।

Advertisements

সূত্র জানায়, ঈদের দিন অর্থাৎ ২২ এপ্রিল ২১৬ জন হাত-পা ভাঙা রোগী জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এসেছেন। এর মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর। অস্ত্রোপচারের পর তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ১২০ প্রাথমিক চিকিৎসা নিয়েই বাসায় ফিরতে পেরেছেন। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিন রোববার দুপুর ২টা পর্যন্ত নতুন ১০৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত হৃদয় হোসেন বলেন, আমরা যাদের পা ব্যান্ডেজ করছি, তাদের অধিকাংশই তরুণ। মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে তাদের এমন অবস্থা হয়েছে। শনিবার ঈদের দিন অনেক রোগী ছিল। রোববারও রোগীর চাপ আছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন