কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত যুবকের নাম আসাদুজ্জামান (৩৫)। তিনি বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। আহত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম। মঙ্গলবার রাতে সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটায় আসাদুজ্জামান মোটরসাইকেল যোগে ভুরুঙ্গামারী থেকে কাশিমবাজার এলাকায় তার নিজ বাড়ি যাচ্ছিল। সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ভূরুঙ্গামারীগামী ট্রাক এসে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামান মারা যায়।
এসময় এলাকাবাসীরা অপর মোটর সাইকেল আরোহী জিয়ারুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/9eh8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন