English

26 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- Advertisement -

গভীর রাতে দুর্ঘটনার কবলে এনসিপির প্রার্থী জাহেদুল ইসলাম

- Advertisements -

রাজধানী থেকে ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ডা. জাহেদুল ইসলাম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী।

বার্তায় ডা. জাহেদুল ইসলাম জানান, রাত একটার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের মুখে পৌঁছলে হঠাৎ পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয় এবং টেনেহিঁচড়ে অনেকদূর সামনে নিয়ে যায়। এতে প্রাইভেটকারটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় তিনি, তার স্ত্রী ও ছোট ভাগ্নে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে তা উদ্বেগজনক নয় এবং সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান জাতীয় যুবশক্তির সদস্যসচিব।

তিনি আরও জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে। তবে কাভার্ডভ্যানটি আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

ইতোমধ্যে কাভার্ডভ্যানের চালক ও মালিকের নামে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডা. জাহেদুল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি কোনো ষড়যন্ত্র এবং হত্যাচেষ্টা হতে পারে বলে মনে করছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dlou
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন