গাংনী চৌগাছা পশ্চিমপাড়া গ্রামে পাখি ভ্যানের ধাক্কায় হুজাইফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত হুজাইফা চৌগাছা পশ্চিম পাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
রবিবার সকালে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা পশ্চিমপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসী জানান, সাহারবাটির দিক থেকে একটি পাখি ভ্যান কয়েকজন শিক্ষার্থী নিয়ে গাংনীর দিকে আসছিল। এসময় চৌগাছা গ্রামের পশ্চিমপাড়ার হুজাইফা রাস্তা পার হতে গেলে পাখি ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ওসি তদন্ত সাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন