গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আমতলী এলাকায় সকালে সিএনজি ও ট্রাকের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- উপজেলার বহেড়াতলী এলাকার আনার উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩৫)। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের দপ্তরি ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বহেড়াতলী এলাকা থেকে বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের কর্মস্থলে যাচ্ছিল সিএনজি যোগে। উপজেলার আমতলী এলাকায় আসলে সিএনজি সাথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে ওই কলেজের দপ্তরি রুহুল আমিন নিহত হয় এবং শিশুসহ আরও ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার (এসআই) জামাল উদ্দিন জানান, ফুলবাড়ী-কালিয়াকৈর সড়কে আমতলী এলাকায় সিএনজি ট্রাকের সাথে সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/fx8t
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন