গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকলে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম।
এসআই শাহ আলম জানান, টঙ্গী-ভৈরব রেল সড়কের কালীগঞ্জের বালীগাঁও ফকিরবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাতে কোনো এক সময় ভৈরবগামী রেল সড়কের ওই স্থানে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের দেহ কয়েকটি টুকরো হয়ে গেছে। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uely
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন