গাজীপুরে পিকআপ ট্রাক উল্টে দুই ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা ফেরি করে কাপড়সহ বিভিন্ন জিনিস বিক্রি করতেন। তারা হলেন- নেত্রকোনার কমলাকান্দা থানার মহিসাসুরা এলাকার সাকের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২) এবং নেত্রকোনার দুর্গাপুর থানার সারিয়ার মাসকান্দা এলাকার মিয়াজ আলীর ছেলে আমির হোসেন (৩০)।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে পিকআপটি গাজীপুরের মাওনা যাচ্ছিল কাঁঠাল আনতে। পথে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে আনোয়ার হোসেন ও আমির হোসেন মাওনা যাওয়ার উদ্দেশে পিকআপে ওঠেন। পিকআপটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
পিকআপটি পুলিশ আটক করে থানায় নিয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন