গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদের পানিতে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত এবং অপর ১৯ যাত্রী আহত হন। আহত ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাছিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী ও ভ্যানচালক নিহত হয়। নিহতদের মধ্যে ভ্যানচালক আকাম উদ্দিন ছাড়া বাকি তিনজনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/mjr2
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন