English

35 C
Dhaka
রবিবার, মে ১১, ২০২৫
- Advertisement -

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল গ্রাম্য চিকিৎসকের

- Advertisements -

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তরুণ কান্তি সরকার (৫০) নামের এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের বি‌সিক ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ কান্তি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রঞ্জিত সরকারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ইজিবাইকে করে পুলিশ লাইনস থেকে জেলা শহরে আসছিলেন তরুণ কান্তি সরকার। যানটি জেলা শহরের বি‌সিক ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তরুণ কান্তি সরকার। এছাড়া নারী ও শিশুসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আর পরিবারের আবেদনের ভিত্তিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে তরুণের মরদেহ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন