ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকালে ঘিওর উপজেলার পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। পুকুরিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে গুরুতর আহত ৭ জনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ঘনকুয়াশার মধ্যে চলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zfi8