চন্দনাইশে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। অন্যদিকে ব্যাটারি চালিত বেপরোয়া রিক্সার ধাক্কায় পটিয়ায় নিহত হয়েছেন এক পথচারী নারী।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত স্কুল শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস (৩৫)। ব্যাটারি চালিত অটোরিকসাযোগে তিনি স্বামী নুরুল আলমকে নিয়ে ব্যক্তিগত কাজে দোহাজারী যাচ্ছিলেন।
এ সময় তাদের বহনকৃত অটোরিকসাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দু’জনই গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। নিহত জান্নাতুল উপজেলার হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এ ব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াছির আরাফাত জানান, ঘটনার ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে স্থানীয় মেম্বার আব্দুল গাফ্ফার জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফন করা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন