চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১২টায় উপজেলাধীন মহাসড়কের বাঁশবাড়িয়া মগপুকুর এলাকায় এ দুর্ঘটনায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টার দিকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেল উপজেলার বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় একই দিকে যেতে থাকা একটি ট্রাক (চট্ট মেট্রো-ট ১১- ৭৪৩৭) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক টিপু সুলতানের স্ত্রী শাহেদা বেগম (৪৮) মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী মোটরসাইকেলটিকে ট্রাক চাপা দিলে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। তার পেছনের সিটে থাকা স্ত্রী মারা যান। ট্রাকটিকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, চালক আহত, প্রাণ গেল স্ত্রীর
The short URL of the present article is: https://www.nirapadnews.com/muys
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন