চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাব এলাকায় টেম্পু উল্টে অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন। টেম্পুটি চকবাজার থেকে যাত্রী নিয়ে নিউমার্কেট আমতলের দিকে যাচ্ছিল।
কোতোয়ালী থানার এসআই মো. বেলাল উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় একজন পুরুষ যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
বর্তমানে মরদেহটি চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন